ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ৪২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
জাপানে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ৪২ জাপানে রেস্টুরেন্টে বিস্ফোরণ (সংগৃহীত ছবি)

জাপানের উত্তরাঞ্চলীয় শহর সাপোরোর এক রেস্টুরেন্টে বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন।  

দেশটির পুলিশ বলছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

  

রোববার (১৬ ডিসেম্বর) রাতের এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে।  

বিস্ফোরণের পর পুলিশ এলাকাটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে।  

ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮ 
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।