ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হলেন শ্রিংলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হলেন শ্রিংলা 

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তার দেশের রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রিংলাকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, ১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শ্রিংলার নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

হর্ষ বর্ধন শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে ঢাকায় এ দায়িত্ব পালন করেন পঙ্কজ শরণ।

শ্রিংলার এ দায়িত্ব বদলের কথা অবশ্য সেপ্টেম্বরেই জানায় ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়া। সেখানে বলা হয়, হর্ষ বর্ধন শ্রিংলাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালক রিভা গাঙ্গুলিকে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।