ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ২ মার্কিন সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
আফগানিস্তানে ২ মার্কিন সৈন্য নিহত আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সৈন্য। ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে অভিযান চলাকালীন সময়ে দুই মার্কিন সৈন্য নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) একটি অভিযানে অংশ নিয়ে তারা নিহত হন বলে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর যৌথ সহায়তা মিশন কর্তৃপক্ষ জানায়।

তবে অভিযান দেশের কোন জায়গায় হয়েছে বা নিহতদের পরিচয় কিংবা অভিযানটি কাদের বিরুদ্ধে ছিল, তা নিয়ে কিছু বলেনি তারা।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে বর্তমানে দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সৈন্য নিয়োজিত। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির প্রায় অর্ধেক অংশজুড়ে রাজত্ব কায়েম করা জঙ্গিগোষ্ঠী তালেবানদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হিমশিম খাচ্ছে। পাশাপাশি দেশটিতে সিরিয়া এবং ইরাকের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটেরও (আইএস) শাখা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ