ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাইভ স্যাটেলাইট ধ্বংসে সফল ভারত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
লাইভ স্যাটেলাইট ধ্বংসে সফল ভারত লাইভ স্যাটেলাইট ধ্বংস করে দিয়েছে ভারত, ছবি: সংগৃহীত

ঢাকা: মহাকাশের কক্ষপথের নিম্নস্তরে থাকা লাইভ স্যাটেলাইট সফলভাবে ধ্বংস করেছে ভারতের অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে মহাকাশ শক্তিধর রাষ্ট্রে পরিণত হলো ভারত।

বুধবার (২৭ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে লাইভ স্যাটেলাইট সফলভাবে ধ্বংস করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভাষণে মোদী বলেন, আমাদের দেশের জন্য এর থেকে গর্বের আর কিছু হতে পারে না।

তিনি বলেন, এটি আমাদের দেশের জন্য একটি বড় মূহুর্ত। এটির জন্য আমাদের সকলেরই গর্বিত হওয়া উচিত।

মোদী বলেন, এখন শুধুমাত্র সড়ক, নদী কিংবা আকাশ পথেই নয়, মহাকাশ পথেও আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।  

সেইসঙ্গে এর পেছনে কাজ করা সকল বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন তিনি।

তিন মিনিট ধরে অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ অভিযান চালিয়ে মহাকাশের কক্ষপথের নিম্নস্তরে থাকা লাইভ স্যাটেলাইটকে সফলভাবে ধ্বংস করতে পেরেছে ভারত।

এর আগে টুইট বার্তায় হঠাৎ করেই জাতির উদ্দেশে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দেবেন বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপরই ভাষণে এসে তিনি এ কথা জানিয়েছেন।

লাইভ স্যাটেলাইট ধ্বংসে চতুর্থতম দেশ হিসেবে যোগ হলো ভারতের নাম। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সফলভাবে এ কাজ করতে পেরেছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ