ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসে নিহত অন্তত ৫৭ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে তুষারধসে নিহত অন্তত ৫৭ 

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে গত ২৪ ঘণ্টায় তুষারধসের ঘটনায় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, নিলুম উপত্যকার বিভিন্ন গ্রামে আরও অনেক গ্রামবাসীই তুষারধসে আটকা পড়েছেন।

ভারী বৃষ্টিপাতে এসব গ্রামে তুষার ও ভূমিধসের ঘটনা ঘটছে।  

এরই মাঝে অনেক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই নিহত বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

এদিকে ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে তুষারধসে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫ ভারতীয় সেনা রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।