ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেরালায় দুই টুকরো এয়ার ইন্ডিয়ার প্লেন, নিহত বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
কেরালায় দুই টুকরো এয়ার ইন্ডিয়ার প্লেন,  নিহত বেড়ে ১৭

ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস প্লেন। ১৮৪ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ দুবাই ফেরত ফ্লাইটটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে দুই টুকরো হয়ে যায়।

এতে পাইলটসসহ ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৩ জন। এর মধ্যে ১৫ অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, হিন্দুস্তান টাইমস-সহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বিজেপির সংসদ সদস্য কে জে আলফন্স টুইটে জানান, পাইলটসহ একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ জানায়, নিহত বেড়ে ১৭ জন হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

..প্লেনটি দুবাই থেকে আসছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে রানওয়ে স্যাঁতসেঁতে হওয়ায় অবতরণের সময় ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায়। প্লেনটির সামনের দিকটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।  

প্লেনটি বন্দে ভারত প্রকল্পের অংশ যা করোনা ভাইরাস মহামারির সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে।

সিভিল অ্যাভিয়েশন রেগুলেটর ডিজিসিএ বলছে, দুর্ঘটনার সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে শোক ও সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।