ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪০ মিলিমিটার গ্রেনেড লঞ্চার পেল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
৪০ মিলিমিটার গ্রেনেড লঞ্চার পেল বিএসএফ

ভারতের পুনের খড়কির গোলাবারুদ কারখানার তৈরি গ্রেনেড ছোঁড়ার ৪০ মিলিমিটার লঞ্চারের প্রথম চালান পৌঁছেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে।

বুধবার (১২ আগস্ট) এমন খবর জানিয়ে জিনিউজ বলছে, পুনের খডকির গোলাবারুদ কারখানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এর আহ্বানে সাড়া দিয়ে এ লঞ্চার তৈরি করেছে, যা আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার (ইউবিজিএল)।

৫ দশমিক ৫ মিমি রাইফেলের (আইএনএসএএস) ব্যারেলের নিচে লাগানো থাকবে এ লঞ্চার। এটি বহন করার ক্ষেত্রে খুবই সহজ। খুব হালকা। হ্যান্ড গ্রেনেডের ব্যাপ্তি ৩০ মিটার হলেও এ লঞ্চারে ব্যাপ্তি ৪শ মিটার। এছাড়া এটি বহন করার ক্ষেত্রে খুবই নিরাপদ।

এ অস্ত্রটির চারটি ধরণ রয়েছে। সেগুলো হলো- মিলিমিটার ইউবিজিএল (প্র্যাকটিস), ৪০ মিলিমিটার ইউবিজিএল (এইচইএপি), ৪০ মিলিমিটার ইউবিজিএল (এইচইডিপি) ও ৪০ মিলিমিটার ইউবিজিএল (আরপি)।

লঞ্চারটি বর্তমানে ভারতীয় সেনা ও স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) ইউনিট আমদানি করেছে।

অস্ত্র কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক এম কে মহাপাত্র বুধবার খডকিতে ৪০ মিলিমিটার ইউবিজিএল (প্র্যাকটিস) প্রথম চালান বিএসএফের ডিআইজি আশোক কুমার ঝারের কাছে হস্তান্তর করেন।

প্রতিরক্ষা জনসংযোগের করা এ সংক্রান্ত টুইটে বলা হয়- এ ইভেন্টের মাধ্যমে প্রতিরক্ষা উৎপাদনে ভারত খডকির অস্ত্র কারখানা স্বনির্ভরতা ও মূল্যবান বৈদেশিক মুদ্রা বাঁচানোর জাতীয় প্রয়াসে যোগ দিল।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।