ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদ বিমানবন্দর সংলগ্ন মার্কিন সেনা ঘাঁটির কাছে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বাগদাদ বিমানবন্দর সংলগ্ন মার্কিন সেনা ঘাঁটির কাছে রকেট হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মার্কিন সেনা ঘাঁটি কাছে তিনটি রকেট আঘাত হেনেছে।  

তবে শুক্রবারের (১৪ আগস্ট) এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

 

এ নিয়ে এ সপ্তাহে ইরাকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচটি হামলা চালানো হলো। এর মধ্যে মার্কিন বাহিনীর ঘাঁটির গাড়ি বহরে চারটি বিস্ফোরণ, বাগদাদের উত্তরে একটি বিমান ঘাঁটিতে একটি রকেট হামলা এবং রাজধানীতে মার্কিন দূতাবাসের কাছে একটি রকেট হামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।