ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসে চীন ও পাকিস্তানকে হুঁশিয়ার করলেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
স্বাধীনতা দিবসে চীন ও পাকিস্তানকে হুঁশিয়ার করলেন মোদী ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণের সময় নাম উল্লেখ না করে প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের এ ভাষণে মোদী বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা এলওসি থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি পর্যন্ত যখনই ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমাদের সেনারা তাদের নিজস্ব ভাষায় এর কড়া জবাব দিয়েছে। ’

গত জুন মাসে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের কথা উল্লেখ করে মোদী বলেন, ‘ভারতের অখণ্ডতা রক্ষা আমাদের কাছে সবার আগে। আমাদের সেনারা ঠিক কী করতে পারে, দেশ কী করতে পারে, লাদাখের উদাহরণের মাধ্যমে গোটা বিশ্ব তা দেখেছে। আজ লালকেল্লা থেকে সেই বীর সেনাদের আমি শ্রদ্ধা জানাই। ’

১৫ জুনের ওই সংঘর্ষে ভারতের ২০ জন সেনার মৃত্যু হয়।  পরে ভারত ও চীন আলোচনার মাধ্যমে এ অচলাবস্থা কাটানোর চেষ্টা করে। তবে শনিবার ভাষণে কড়া ভাষায় চীনকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী।

‘সন্ত্রাসবাদ হোক বা আগ্রাসনবাদ, ভারত দুইয়ের বিরুদ্ধেই লড়াই করছে’, নাম উল্লেখ না করে পাকিস্তান ও চীনের উদ্দেশে বলেন তিনি।

১ ঘণ্টা ২৬ মিনিটের ভাষণে ভারতের দুই প্রতিবেশী দেশকে ইঙ্গিত করে মোদী বলেন, ‘প্রতিবেশী শুধু সেই নয় যে আমাদের সীমান্ত এলাকা ভাগ করে নেয়, তারাই প্রকৃত প্রতিবেশী যারা এর সঙ্গে আমাদের হৃদয়ও ভাগ করে নেয়। পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা থাকলে, সম্পর্ক আরও ভালো হয়। এখন ভারতের সঙ্গে অনেক দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে কাজ করছি এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধও রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।