ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে জড়িয়ে ধরেন ছোট ভাই রবার্ট ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘সে শুধু আমার ভাই নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, শুক্রবার (১৪ আগস্ট) ম্যানহাটনে নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান হাসপাতালে চিকিৎসাধীন তার ভাইকে দেখতে যান ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম জানায়, গুরুতর অসুস্থ ছিলেন রবার্ট, কিন্তু তিনি কী রোগে ভুগছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

প্রেসিডেন্ট ট্রাম্পের চার ভাই-বোনের মধ্যে সবার ছোট রবার্ট। রিয়েল এস্টেটের ব্যবসা করতেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন বছরের ছোট ছিলেন রবার্ট।

.ছবিতে (বাম থেকে) রবার্ট, এলিজাবেথ, ফ্রেড, ডোনাল্ড এবং ম্যারিয়েন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।