ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘পাকিস্তানের স্বাধীনতা দিবস বেলুচিস্তানের জন্য কালো দিবস’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
‘পাকিস্তানের স্বাধীনতা দিবস বেলুচিস্তানের জন্য কালো দিবস’ বেলুচ পিপলস কংগ্রেসের চেয়ারপারসন নায়লা কাদরি

পাকিস্তানের স্বাধীনতা দিবস মানবজাতির ইতিহাসে ‘কালো দিবস’। দেশটির সেনাবাহিনী অব্যাহতভাবে হত্যা, ডাকাতি, ধর্ষণ, মানুষকে ধর্মান্তরিত এবং বেলুচদের জমি দখল করে যাচ্ছে।

বেলুচ পিপলস কংগ্রেসের চেয়ারপারসন নায়লা কাদরি বেলুচ এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন।

তিনি বলেন, ১৪ আগস্ট সেই দিন—যেদিন ধর্মান্তরিত পাঞ্জাবিরা তাদের নিজের মাতৃভূমি ভারতের সঙ্গে বেঈমানি করে নিজের দেশকে বিভক্ত করেছিল। ব্রিটিশদের স্বার্থের জন্য তারা দেশ ভাগ করেছিল এবং বহু বছর ধরে তারা ব্রিটিশ স্বার্থে কাজ করেছে। এক সময় তারা ছিল আমেরিকার উপনিবেশ, এখন তারা চীনাদের উপনিবেশ।

নায়লা কাদরি বেলুচ আরও বলেন, তাদের (পাঞ্জাবিরা) স্বাধীনতা দিবস (১৪ আগস্ট) উদযাপনের কোন মানে নেই। পাকিস্তানের দ্বারা বেলুচিস্তান দখলকৃত হয়েছে।

তিনি আরও বলেলেন, পাকিস্তান যেহেতু স্থলবেষ্টিত দেশ ছিল তাই তাদের বেলুচিস্তান দখল করা প্রয়োজন ছিল। বেলুচদের জন্য ১৪ আগস্ট হলো নিকৃষ্ট দিন, মানব ইতিহাসের গণহত্যার দিনগুলির মতো সবচেয়ে ভয়াবহ দিন।

বেলুচ, সিন্ধি, পশতুন, মহাজিরি, কাশ্মীরি, বালতি, খ্রিস্টান ও হিন্দুরা পাকিস্তানে বন্দীর জীবনযাপন করছে অভিযোগ করে নায়লা কাদ্রি বলেন, এখানে সেনাবাহিনীই একমাত্র স্বাধীন প্রতিষ্ঠান। কেবল তারাই স্বাধীনতা দিবস উদযাপন করছে; কারণ হত্যা, ছিনতাই, ধর্ষণ, মানুষকে ধর্মান্তরিতকরণ এবং তাদের জমি বিক্রি ও দখলের স্বাধীনতা রয়েছে সেনাবাহিনীর।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।