ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার স্টিভ ব্যানন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে ‘উই বিল্ড দ্য ওয়াল’ প্রচারণার মাধ্যমে উঠানো চাঁদার তহবিল থেকে ব্যাননসহ তার আরও ৩ সহযোগী লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

দেশটির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ২৫ মিলিয়ন ডলার চাঁদা তুলেছিলো।  ওই তহবিল থেকে ব্যানন নিজেই ১০ লাখ ডলার হাতিয়ে নিয়েছিলেন।

এর আগে ২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী আটকাতে ওই সীমান্তে প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এএটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।