ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোনকে রাষ্ট্রের আরও কিছু দায়িত্ব দিলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
বোনকে রাষ্ট্রের আরও কিছু দায়িত্ব দিলেন কিম জং উন কিম জং উনের কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন কিম ইয়ো জং। ছবি: সংগৃহীত

ছোট বোন কিম ইয়ো জংয়কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরও কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নিজের শাসনভার কিছুটা হালকা করতেই কিম জং উন এ উদ্যোগ নিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব তার ছোট বোন কিম ইয়ো জংয়ের হাতে ন্যস্ত করছেন।

দেশটির রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে নিলেন।

তিনি বলেন, মিস কিম ইয়ো এখন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত একজন নীতি নির্ধারক। এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি।

এছাড়াও বেশকিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীকেও বুঝিয়ে দিয়েছেন কিম জং উন।  

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন কিম।

ওই সংস্থা ধারণা করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন কিম জং উনের ঘাড়ে না আসে, সেজন্যই হয়তো রাষ্ট্রের ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।