ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাখাইন পরিস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
রাখাইন পরিস্থিতিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

মিয়ানামারের রাখাইন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের হত্যা এবং হাজার হাজার বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

সে সঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সম্ভাবনার বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।  

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মরগান অর্টাগাস বলেছেন, রাখাইন রাজ্যে সহিংসতা, স্থানীয় সম্প্রদায়ের সুরক্ষার জন্য নতুন প্রচেষ্টা এবং মানবিক সহায়তার জন্য নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।  

বাংলাদেশ সময় ০৩০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০ 
ডিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।