ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরাসরি পণ্য বেচার সুযোগ পাচ্ছেন কাশ্মিরের কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
সরাসরি পণ্য বেচার সুযোগ পাচ্ছেন কাশ্মিরের কৃষকরা

ক্রেতা-বিক্রেতার বৈঠকের ব্যবস্থা ও পদ্ধতি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছেন কাশ্মিরের উদ্যানতত্ত্ব বিভাগের পরিচালক আজাজ আহমদ ভাট।  

কৃষকরা যাতে মধ্যস্বত্ত্বভোগী ছাড়াই পণ্য বিক্রি করতে পারে সে কারণেই এই আয়োজন।

 
 
অধিদপ্তর শিগগিরই তাদের নিজস্ব প্রাঙ্গণে রোববারের বাজারের আদলে ক্রেতা-বিক্রেতার মিলন মেলার আয়োজন করতে যাচ্ছে।

বৈঠকে পরিচালক জানান, এই মিলনমেলা কৃষকদের জন্য এক সম্ভবনার দুয়ার খুলে দেবে। এর মাধ্যমে কৃষকরা কোনো মধ্যস্বত্ত্বভোগী ছাড়াই সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।  

ক্রেতা-বিক্রেতাদের এই বৈঠকে সবাই যেন তাদের নিজ নিজ উৎপাদিত পণ্য আনেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন।  

সেখানে প্রয়োজনীয় স্টল তৈরিসহ যাবতীয় আয়োজন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।  

একইসঙ্গে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনেই যেন সবকিছুর আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
নিউজ ডেস্ক  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।