ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বৃষ্টির পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষ-গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ভারতে বৃষ্টির পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষ-গাড়ি

তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হায়দরাবাদের জনজীবন। গত দু’দিনে সেখানকার রাস্তাঘাটের পরিস্থিতির ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জলাবদ্ধতার পাশাপাশি গলিপথ দিয়ে নামছে প্রবল স্রোত।  

দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন প্রান্তে খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়়ি। বৃষ্টির পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষও।  

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে চলা প্রবল স্রোতের তোড়ে ভেসে যাচ্ছেন একজন মানুষ। সবাই তাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি স্রোতের মধ্যে হারিয়ে গেলেন। ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে কি না তা জানা যায়নি।

আর বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, গলির মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো খেলনা গাড়ির মতো ভেসে যাচ্ছে।  

বুধবারও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে হায়দরাবাদে। বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্ধ্ররপ্রদেশ এবং তেলেঙ্গানায় ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানার ১৪টি জেলার অবস্থা ভয়াবহ। পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।