ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৯৮৯এর পর এক মেয়াদের প্রেসিডেন্ট ট্রাম্প

শাওন সোলায়মান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
১৯৮৯এর পর এক মেয়াদের প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প

ঢাকা: ১৯৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী জর্জ হার্বার্ট ওয়াকার বুশের পর ২০২০ সালে এসে এক মেয়াদের প্রেসিডেন্টে পরিণত হলেন আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯৩ থেকে ২০১৬ এর আগ পর্যন্ত যারাই নির্বাচিত হয়েছেন টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তারা।

১৯৮৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট জর্জ বুশ ১৯৯৩ সালে প্রেসিডেন্সি হারান ডেমোক্রেট প্রার্থী বিল ক্লিনটনের কাছে। ১৯৯৩ থেকে ২০০১ টানা আট বছর মানে, দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ক্লিনটন। ১৯৯২ এবং ১৯৯৬ নির্বাচনে জয় লাভ করেন ক্লিনটন।

২০০০ সালের নির্বাচনে বাবার হারানো প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেন জর্জ ওয়াকার বুশ। আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের জন্য বিশ্বব্যাপী সমালোচিত হলেও টানা দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্টও। ২০০৪ সালেও নির্বাচিত হন বুশ।

এরপর ২০০৮ এর নির্বাচনে হোয়াইট হাউসের দখল আবারও যায় ডেমোক্রেটদের কাছে। দেশটির ইতিহাসে প্রথম কৃষাঙ্গ এবং অভিবাসী বংশোদ্ভুত রাষ্ট্রপতি নির্বাচিত হন বারাক ওবামা। দেশ-বিদেশে বেশ জনপ্রিয় এই উদারপন্থী প্রেসিডেন্টও টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০০৮ এরপর ২০১২ সালেও পুনঃনির্বাচিত হন তিনি।

২০১৬ সালে কম পপুলার ভোট পেয়েও ইলেকটোরাল ভোটের জেরে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপরের চার বছরের শাসনামলে নানান বিতর্কের জন্ম দেন এই প্রেসিডেন্ট। সর্বশেষ ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প।

এর মধ্যে দিয়ে ১৯৮৯ সালের পর এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে থেকে যাবেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০ 
এসএইচএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।