ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শীর্ষ আইন কর্মকর্তা উইলিয়াম বার ছাড়ছেন ট্রাম্পের সঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
শীর্ষ আইন কর্মকর্তা উইলিয়াম বার ছাড়ছেন ট্রাম্পের সঙ্গ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন দেশটির শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। বড়দিনের আগেই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।

টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।

এসময় টুইট বার্তায় ট্রাম্প বলেন, উইলিয়াম বারের সঙ্গে দুর্দান্ত বৈঠক হলো। আমাদের সম্পর্ক খুব ভালো এবং তিনি অসাধারণ কাজ করেছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের আগেই তিনি অব্যাহতি নিচ্ছেন।

অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার অব্যাহতি নেওয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন। আর নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন রিচার্ড ডোনোগ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।