ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে তুষারপাতের সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
কাশ্মীরে তুষারপাতের সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকরা

জম্মু ও কাশ্মীরে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে সোমবার (২৮ ডিসেম্বর)। কাশ্মীরের পত্নীটপে তুষারপাতের মনোহর দৃশ্য উপভোগ করেছেন পর্যটকরা।

পর্যটকদের তুষার নিয়ে খেলতে দেখা যায়। পত্নীটপ হলো জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বিখ্যাত পর্যটন স্পট।

নাজিয়া নামে এক পর্যটক ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমরা এখানে তুষারপাত উপভোগ করতে এসেছি। করোনা প্রটোকল মেনে সুন্দর আমরা এখানকার আবহাওয়া উপভোগ করছি।

ওয়াসিম নামে আরেক পর্যটক বলেন, এই ভারী তুষারপাত পর্যটনশিল্পের সঙ্গে জড়িত সবার মনেই আশা জাগিয়েছে।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।