ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মন্দির ভাঙচুরের প্রতিবাদ জম্মুতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
পাকিস্তানে মন্দির ভাঙচুরের প্রতিবাদ জম্মুতে

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়ার করাক জেলায় হিন্দুদের মন্দির ভাঙচুরের ঘটনায় জম্মুতে প্রতিবাদ জানিয়েছেন ‘ডোগরা ফ্রন্ট’- এর নেতাকর্মীরা।

এএনআইকে ডোগরা ফ্রন্টের সভাপতি অশোক গুপ্ত বলেন, তারা (পাকিস্তানিরা) হিন্দু মন্দির ধ্বংস করেছে।

হিরা নগরের কাছে একটি মন্দিরের বাইরে বিস্ফোরণ ঘটে। তারা (পাকিস্তান) হিন্দু ও মুসলমানকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা যে কোনো মূল্যে একসঙ্গে থাকব। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, দেশটিতে গণতন্ত্র নেই…। বালাকোটের বিমান হামলার মতো কয়েকটি হামলা চালিয়ে তাদের শিক্ষা দেওয়া উচিত।

ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইতোমধ্যেই এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার কূটনৈতিক স্তরে প্রতিবাদ বার্তা পৌঁছে দেওয়া হয় ইসলামাবাদের কাছে। আর তার জেরেই চাপে ইমরান সরকার।

গত বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকার একটি হিন্দু মন্দিরে হামলা চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মন্দিরটি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।