ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতির অভিযোগে নেদারল্যান্ডস সরকারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
দুর্নীতির অভিযোগে নেদারল্যান্ডস সরকারের পদত্যাগ মার্ক রাট

শিশু কল্যাণ তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলো নেদারল্যান্ড সরকার।  

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রাটের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

খবরে বলা হয়, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট রাজার কাছে মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন।

নেদারল্যান্ডসের হাজার হাজার পরিবার শিশু কল্যাণ তহবিল থেকে পর্যাপ্ত অর্থ না পেয়ে আর্থিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে বেশি সমস্যায় পড়েছেন অভিবাসী পরিবারগুলো।

নেদারল্যান্ডসে সরকারের পদত্যাগের ঘটনা এটিই প্রথম নয়। ২০০২ সালেও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তৎকালীন সরকার পদত্যাগ করেছিল।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।