ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেন-হ্যারিসের অভিষেকে তারকাদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
বাইডেন-হ্যারিসের অভিষেকে তারকাদের ঢল

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি (বুধবার) শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। এই অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।

 এই অনুষ্ঠান মাতাবেন যারা তাদের নাম দেওয়া হয়েছে, ‘সেলিব্রেটিং অ্যামেরিকা’।  অনুষ্ঠানে ব্রুস স্প্রিংগসটিন সাধারণ নাগরিকদের সম্মানে গান গাইবেন।  ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণায় তার জনপ্রিয় গান ‘বর্ন ইন দ্য ইউএসএ’ দলের জাতীয় সংগীতে পরিণত হয়েছে। লেডি গাগা, জেনিফার লোপেজ, বন জোভি-নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে থাকছেন এসব বিখ্যাত তারকাদের পারফর্ম্যান্স।  দেখে নিন আর কারা কারা থাকছেন অভিষেক অনুষ্ঠানে। নতুন প্রেসিডেন্টের অভিষেক।  কিন্তু করোনা মহামারির কারণে এবং ক্যাপিটল হিলের সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে এবার ওয়াশিংটন চত্বরে থাকবে না কোনো ভিড়।  তবে এতে অংশ নেবেন নামীদামি কয়েকজন তারকা। জো বাইডেনের শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন বিখ্যাত পপ শিল্পী লেডি গাগা।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।