ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউস ছাড়ার আগে যা বললেন মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
হোয়াইট হাউস ছাড়ার আগে যা বললেন মেলানিয়া

প্রেসিডেন্ট হিসেবে এরই মধ্যে শেষবারের মতো হোয়াইট হাউস ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার আগে ট্রাম ও ফার্স্ট লেডি মেলানিয়া দেশটির জনগণের উদ্দেশে কথা বলেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফার্স্ট লেডি মেলানিয়া দেশটির জনগণের উদ্দেশে কথা বলেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণের একপর্যায়ে মেলানিয়াকে ফার্স্ট লেডি হিসেবে শেষবারের মতো কথা বলার জন্য অনুরোধ করেন। এসময় মেলানিয়াও তার অনুরোধ রক্ষা করে জনগণের উদ্দেশে কথা বলেন।

মেলানিয়া জনগণের উদ্দেশে বলেন, আপনাদের ফার্স্ট লেডি হওয়াটা আমার জন্য সম্মানের। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। আপনাদের পরিবারের মঙ্গল হোক।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।