ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

উগান্ডায় পুলিশের গুলিতে ৫ সন্দেহভাজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, নভেম্বর ১৯, ২০২১
উগান্ডায় পুলিশের গুলিতে ৫ সন্দেহভাজন নিহত ছবি: সংগৃহীত

আইএসের পরিচালিত আত্মঘাতী দুইটি হামলার পর সন্দেহভাজনদের ধরতে অভিযান চালায় উগান্ডার পুলিশ। এ সময় পুলিশের গুলিতে ৫ সন্দেহভাজন নিহত হয়েছেন।

আটক করা হয়েছে ২১ জনকে।

শুক্রবার (১৯ নভেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

এর আগে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা সংবাদ সম্মেলনে বলেন, দেশের পশ্চিম অঞ্চলে সন্ত্রাস দমনে নিয়োজিত কর্মকর্তারা নটোরোকোতে চার সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে। গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়ার সময় শেখ আবাস মুহাম্মাদ কিরেভু নামের একজন পুলিশের গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে তিনি পঞ্চম ব্যক্তি।

তিনি বলেন, কিরেভু একজন স্থানীয় ইসলামী নেতা ছিলেন যিনি কাম্পালায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পুনরায় জাগিয়ে তোলার জন্য দায়ী ছিলেন।

বৃহস্পতিবারের ওই হামলার দায় স্বীকার করেছে এডিএফ। তাদের সঙ্গে আইএসের সংযোগ রয়েছে।

প্রসঙ্গত, উগান্ডায় একের পর এক হামলার ঘটনা ঘটছে। বৃহস্পতিবারের হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি ৩৩ জন আহত হয়েছেন। এডিএফ ঐতিহাসিকভাবে উগান্ডার একটি বিদ্রোহী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে পূর্ব ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।