ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে প্রথম ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
মিশরে প্রথম ওমিক্রন শনাক্ত

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে ডেল্টার চেয়েও দ্রুত হারে। এবার মিশরেও পাওয়া গেছে ওমিক্রন সংক্রমিত রোগী।

শনিবার (১৮ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

এর আগে শুক্রবার বিলম্বে দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষায় ২৬ জন যাত্রীর মধ্যে তিনজনের শরীরে ওমিক্রন পাওয়া যায়। তবে ওই তিন ব্যক্তি কোথা থেকে এসেছেন তা বিবৃতিতে বলা হয়নি। যদিও দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই তিন ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমিক্রন শনাক্তদের মধ্যে দুজনের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। তৃতীয়জনের হালকা উপসর্গ ছিল। তাদের কায়রোর একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার মিশরে ৯০০ এর বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে তিন লাখ ৭৩ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মারা গেছেন ২১ হাজার ২৭৭ জন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।