ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৩ লাখ নিয়েও যৌতুক দাবি, বিয়ের আসরে বরকে গণধোলাই! 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
৩ লাখ নিয়েও যৌতুক দাবি, বিয়ের আসরে বরকে গণধোলাই! 

তিন লাখ টাকা এবং হিরার গহনা নিয়েও বিয়েতে রাজি হননি পাত্র ও তার পরিবারের সদস্যরা। যৌতুক হিসেবে চেয়েছিলেন আরও সাত লাখ টাকা।

এতে রেগে গিয়ে ওই বরকে বিয়ের আসরেই গণধোলাই দেন পাত্রীর পরিবারের সদস্যরা।

ওই ঘটনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।  

টাইমস নাউ নিউজ ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের শাহিবাবাদ এলাকার। তবে ওই বরের পরিচয় প্রকাশ করা হয়নি।  

ভিডিওতে দেখা যায়, ভীতসন্ত্রস্ত পাত্রকে জড়িয়ে ধরে রেখেছেন একজন নারী। সম্ভবত তিনি পাত্রের কোনো আত্মীয়। একটু পরই পাত্রকে টানাহেঁচড়া করেন কয়েকজন। এ সময় পাত্রকে মারধর করা হয়।  

পাত্রীপক্ষের অভিযোগ, এর আগে ১০ লাখ টাকা চেয়েছিলেন পাত্রের বাবা। তিন লাখ টাকা ও হিরার গহনা দিয়েছিলেন পাত্রীর পরিবার। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি পাত্রপক্ষ। বাকি সাত লাখ টাকা না দিলে বিয়ে হবে না, মণ্ডপে বসে হুমকি দেন পাত্র ও তার পরিবারের সদস্যরা। তখনই সবাই মিলে বরকে গণধোলাই দেন।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।