ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
রাজস্থানে যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত 

ভারতের রাজস্থানে বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে রাজস্থানে ভেঙে পড়ে মিগ-২১ বাইসন।

 

বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। রাজস্থানে এ নিয়ে গত ৮ বছরে ৭টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  

এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হর্ষিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে।

গ্রামবাসীদের মতে, বিমানটিতে আকাশেই আগুন ধরেছিল, তারপরে এটি বিস্ফোরিত হয়ে মাটিতে ভেঙে পড়ে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার কাছেই নিম্বা গ্রাম। এখানে গোলাম রসুল নামে একজন বাসিন্দা জানান, উড়ন্ত বিমানে আগুন লাগার পরপরই বিস্ফোরণে এটি নীচে ভেঙে পড়ে।  

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত
 

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।