ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাজে যোগ দিতে টিকা বাধ্যতামূলক করল ওমান 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কাজে যোগ দিতে টিকা বাধ্যতামূলক করল ওমান 

করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নিয়েই কর্মস্থলে যোগদান করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের শ্রম মন্ত্রণালয়।  

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাজে যোগদানের আগে অবশ্যই করোনার দুই ডোজ অনুমোদিত টিকার সনদ দেখাতে হবে প্রত্যেক কর্মীকে। বিষয়টি নিশ্চিত করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা।  

যদি কেউ টিকা না নিয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে। সেখানে ওই ব্যক্তির স্বাস্থ্যগত বিষয় উল্লেখ থাকবে, যে কারণে তিনি টিকা নিতে পারছেন না।  

ওমানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমানে এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা পেয়েছেন ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। তবে সেখানে চার শতাংশ বাসিন্দা টিকার প্রথম ডোজ পাননি। আরও দ্বিতীয় ডোজ পাননি ১০ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।