ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওমিক্রনের পর ফ্রান্সে নতুন আতঙ্ক ইহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
ওমিক্রনের পর ফ্রান্সে নতুন আতঙ্ক ইহু ফ্রান্সে করোনার নতুন রূপ শনাক্ত

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কের মধ্যেই নতুন রূপ ইহু নিয়ে সবার মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সের একদল বিজ্ঞানী ভাইরাসের এ নতুন রূপের সন্ধান পেয়েছেন।

মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা করোনার এ রূপের নাম দিয়েছেন ইহু।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি।

জানা গেছে, ইহু বা বি.১.৬৪০.২ স্ট্রেনটিতে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের ১২ নাগরিক। তবে স্বীকৃত কোনো জার্নালে করোনার এ নতুন রূপ সম্পর্কে এখনো তথ্য প্রকাশিত হয়নি। ভাইরাসের এ নতুন রূপ কতটা সংক্রামক তাও এখনো স্পষ্ট করেনি গবেষকরা।

তবে গবেষকরা জানিয়েছেন, নতুন এ ধরনটিতে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। ফলে এর সঙ্গে লড়াইয়ে করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে। করোনার পুরনো ভ্যারিয়েন্ট থেকে এর উৎপত্তি।

এ বিষয়ে অধ্যাপক ফিলিপ কলসন বলছেন, আমরা নতুন রূপের কয়েকজনকে শনাক্ত করেছি। এর নাম দেওয়া হয়েছে ইহু।

এ বিষয়ে একটি টুইট করেছেন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এ নয় যে সবগুলো বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।