ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিএমডব্লিউ’র বহুরূপী গাড়ি, স্পর্শেই বদলাবে রঙ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
বিএমডব্লিউ’র বহুরূপী গাড়ি, স্পর্শেই বদলাবে রঙ বিএমডব্লিউ’র বহুরূপী গাড়ি

বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ নতুন একটি বহুরূপী গাড়ি উন্মোচন করেছে যা রঙ বদলাতে পারে। অত্যাধুনিক প্রযুক্তির গাড়িটিতে নির্দিষ্ট একটি বোতাম স্পর্শ করলেই বদলে যাবে রঙ।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ এমনটি জানিয়েছে।

জার্মানির এই প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ‘গাড়ির শরীরকে প্রাণবন্ত করে তুলেছে’ তার অল-ইলেকট্রিক ‘আইএক্স এসইউভি’ মডেলের জন্য বিশেষভাবে উন্নত বডি র‍্যাপ দিয়ে, যা অ্যামাজন-এর কিন্ডল ই-রিডারের মতো একই প্রযুক্তি ব্যবহার করে।  

প্রতিষ্ঠানটির বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বোতামের স্পর্শে, একজন চালক গাড়ির বাইরের শেড পরিবর্তন করতে পারেন। এটি রঙটিকে কালো এবং সাদা বা এমনকি হালকা এবং গাঢ় স্ট্রাইপের মধ্যে পরিবর্তন করে এবং মোড়কের শেলে ইলেকট্রনিক কালি সক্রিয় করে।

বিএমডব্লিউয়ের গবেষণা প্রকৌশলী স্টেলা ক্লার্ক বলেন, ই-ইঙ্ক প্রযুক্তি ব্যবহার করে রঙের পরিবর্তন সত্যিই সাশ্রয়ী। মোবাইলের একটি অ্যাপ দিয়ে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে ই-ইঙ্ক ব্যবহার করে গাড়ির ছায়া বা নকশা তৈরি করা হয়।

তবে ভবিষ্যতে রং পরিবর্তন করতে গাড়ির ড্যাশবোর্ডে একটি বোতাম রাখা হবে অথবা হাতের ইশারা দিয়েও তা নিয়ন্ত্রণ করা যাবে।

ক্লার্ক আরও জানান, সূর্যের আলোর প্রতিফলনই মূলত এই রং পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করে থাকে। রৌদ্রকরোজ্জ্বল দিনে যেমন সূর্যালোক প্রতিফলিত করে গাড়ির রং সাদায় রূপান্তরিত করা যাবে, তেমনি ঠান্ডা দিনে তাপ শোষণের উপযোগী ধূসর রঙে পরিবর্তন করা যাবে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।