ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাজাখস্তানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
কাজাখস্তানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার করিম মাসিমভ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-দাঙ্গার মধ্যেই কাজাখস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।  

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বা কেএনবি।

 

বিবৃতিতে বলা হয়, চলমান সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান করিম মাসিমভের বিরুদ্ধে তদন্ত শুরু হয় বৃহস্পতিবার (৬ জানুয়ারি)। এর মধ্যেই শনিবার তাকে রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেফতার করা হয়।  

করিম মাসিমভ কাজাখস্তানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের ঘনিষ্ঠ বলে পরিচিত।  

নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক দিনের সহিংসতার পর শুক্রবার কাজাখস্তানের প্রধান শহর আলমাতির রাস্তাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছেন।  

দেশটির রুশ সমর্থিত প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, তিনি দেশব্যাপী বিদ্রোহ দমন করতে ‘হত্যার জন্য গুলি করার’ নির্দেশ দিয়েছেন সৈন্যদের।

আরও পড়ুন:
কাজাখস্তানে বিক্ষোভকারীদের ‘দেখা মাত্র’ গুলির নির্দেশ 

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।