ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাড়ির সামনে ভাল্লুক দেখে গ্রামবাসীদের আতঙ্ক 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
বাড়ির সামনে ভাল্লুক দেখে গ্রামবাসীদের আতঙ্ক 

বাড়ির সামনে ভাল্লুক দেখে ভয় পেয়ে গেলেন গ্রামের বাসিন্দারা। ভারতের ওড়িশার একটি গ্রামে লোকালয়ে দেখা যায় ভাল্লুক দুটি।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নবরাংপুর জেলার উমরকোট ব্লকের বুর্জা গ্রামে সকাল বেলা দেখা যায় ভাল্লুক দুটি।  

এ ঘটনায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মা ভাল্লুকের সঙ্গে একটি ভাল্লুক ছানা লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়েছে। ভাল্লুক দেখেই গ্রামের কুকুরগুলো তাদের ধাওয়া করে। শেষে কয়েকজন গ্রামবাসী মশাল জ্বালিয়ে তাদের তাড়া করে জঙ্গলে ফেরত পাঠায়।  

বারবার বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ নিয়ে উদ্বিগ্ন একাধিক পশুপ্রেমী সংগঠন। তারা বলছেন, বনে পর্যাপ্ত খাবার সঙ্কটে এভাবে বারবার বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে। অবিলম্বে বনবিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।