ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্যও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
ইউক্রেন থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্যও ক্রিমিয়ার সড়কে রুশ সেনাদের সাঁজোয়া যান। ছবি: এপি

রুশ আক্রমণের আশঙ্কা অব্যাহত থাকায় ইউক্রেন থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার শুরু করেছে যুক্তরাজ্য। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

 

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, তারা ‘রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির’ কারণে ‘দূতাবাসের কিছু কর্মী এবং নির্ভরশীলদের’ দেশে ফিরিয়ে নিচ্ছে।  

ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিমারা বলছে, কিয়েভ এবং ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে ক্ষুব্ধ মস্কো ইউক্রেন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

তবে ক্রেমলিন বারবার অনুপ্রবেশের পরিকল্পনা অস্বীকার করেছে। কিন্তু ক্রিমিয়া দখলের সময় রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনীয় ভূখণ্ডের একটি অংশ দখল করে। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করে যারা আট বছর আগে পূর্ব ইউক্রেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।