ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ

রুশ হামলার আশঙ্কায় ইউক্রেন নিয়ে চরম উত্তেজনা চলছে। পশ্চিমারা বলছে, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে আগ্রাসন চালাবে।

 

রুশ আক্রমণের আশঙ্কায় এরইমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মীদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর পরপর একই পদক্ষেপ নিয়ে যুক্তরাজ্যও। খবর আলজাজিরার।

তবে ইউক্রেন আক্রান্ত হলেও যুক্তরাজ্য কোনো সেনা পাঠাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে কোনো সেনা পাঠানোর পরিকল্পনা যুক্তরাজ্যের নেই।

এর আগে যুক্তরাজ্যে নিয়োজিত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছিলেন, যুক্তরাজ্য সেনা পাঠাতে চাইলে ইউক্রেন স্বাগত জানাবে।  

তবে যুক্তরাজ্য এরইমধ্যে ইউক্রেনে অল্প সংখ্যক পদাতিক সৈন্য পাঠিয়েছে সেখানকার সেনাদের প্রশিক্ষণে সহায়তা করার জন্য।

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার প্রায় এক লাখ সেনা মোতায়েনের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পশ্চিমারা বলছে, কিয়েভ এবং ন্যাটোর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের কারণে ক্ষুব্ধ মস্কো ইউক্রেন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

তবে ক্রেমলিন বারবার আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে।  

ক্রিমিয়া দখলের সময় রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনীয় ভূখণ্ডের একটি অংশ দখল করে। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থন করে যারা আট বছর আগে পূর্ব ইউক্রেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।