ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওমিক্রন প্রতিরোধী টিকার ট্রায়াল শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ওমিক্রন প্রতিরোধী টিকার ট্রায়াল শুরু

সংক্রমনের দিক থেকে ২০২২ সালের জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে শীর্ষে পৌঁছবে ওমিক্রন। আন্তর্জাতিক গণমাধ্যমকে এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন দেশটি শীর্ষ সংক্রমন রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

সেই আশঙ্কাই সতি্য হয়েছে পুরো বিশ্বজুড়ে। এবার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বুস্টার ট্রায়াল শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী স্টেফানি ব্যাঞ্চেল এ তথ্য জানিয়েছেন।  

সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, ওমিক্রন প্রতিরোধে করোনাভাইরাস প্রতিরোধী বুস্টার শটের ফেজ টু ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসেবে একজনের শরীরে টিকা দেওয়া হয়েছে।

করোনা টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার ও বায়োনটেক জানিয়েছে, তারাও ওমিক্রন প্রতিরোধী টিকার ট্রায়াল শুরু করেছে।  

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা সংক্রমণের ৯৯.৯ শতাংশই ওমিক্রন। ০.১ শতাংশ ডেল্টা।  

যুক্তরাষ্ট্রের ২৪টি স্থানে এ ট্রায়াল পরিচালিত হবে। এতে ৬০০ স্বেচ্ছাসেবক অংশ নেবেন। ট্রায়াল থেকে প্রাপ্ত তথ্য জনস্বাস্থ্য বিষয়ক নেতাদের জানানো হবে। যাতে তারা করোনা প্রতিরোধে বুস্টার ডোজের বিষয়ে প্রমাণ সাপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ২৭,  ২০২২ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।