ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলার ফল হবে ভয়ঙ্কর: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
ইউক্রেনে রুশ হামলার ফল হবে ভয়ঙ্কর: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন হবে ‘ভয়ঙ্কর’ এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি।

শনিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া যে এক লাখ সেনা ও অস্ত্র সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে তাকে শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় সেনা সমাবেশ হিসেবে উল্লেখ করেন জেনারেল মিলি।

স্থানীয় সময় শুক্রবার (২৮ জানুয়ারি) পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল মিলি বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার মোতায়েন করা শক্তির মাত্রা বোঝাচ্ছে, আক্রমণের পরিণতি হবে গুরুতর। ইউক্রেনের ওপর এই শক্তি প্রয়োগ করা হলে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটবে।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক উপায়ে দুই দেশের মধ্যে সংঘাত এখনও এড়ানো সম্ভব।

যদিও রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।