ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৬ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৬ হাজার ফ্লাইট বাতিল

বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র।  

রোববার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত দেশটিতে সাত কোটি ৫৪ লাখ ৮১ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মারা গেছেন কমপক্ষে নয় লাখ ছয় হাজার ৮৬১ জন। এর মধ্যেই ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি হতে চলেছে দেশটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় শুরু হয়েছে। ঝড়ের প্রভাবে ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকায় শক্তিশালী ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।

দেশটির পূর্ব উপকূলজুড়ে আঘাত হানা এই তুষারঝড় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে তুষারঝড় কবলিত এলাকাগুলোতে হাজারও ফ্লাইট বাতিল করা হয়েছে।  

আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ‘নরইস্টার’ নামে পরিচিত। এর প্রভাবে বোস্টন এলাকায় ২ ফুট (৬১ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউ ইংল্যান্ডেও একই মাত্রায় তুষারপাত হতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০০৩ সালে ৭০ সেন্টিমিটার তুষারপাত হয়েছিল।

ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, ঝড়ের প্রভাবে রোববার পর্যন্ত প্রায় ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।  

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়টি বোম্বোজেনেসিসের মধ্য দিয়ে যাবে, যার মানে ঠাণ্ডা বাতাস উষ্ণ সমুদ্রের বাতাসের সঙ্গে মিশে যাবে। এর ফলে বায়ুমণ্ডলীয় চাপ দ্রুত হ্রাস পাবে। এ প্রক্রিয়াকে বোমা ঘূর্ণিঝড় (বোম্বোজেনেসিস) বলা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।