ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শুটিংয়ের সময় ধর্ষণের শিকার বিবিসি কর্মী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
শুটিংয়ের সময় ধর্ষণের শিকার বিবিসি কর্মী! সেই রান্নার অনুষ্ঠানের একটি দৃশ্য

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক নারী কর্মী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একটি রান্নার অনুষ্ঠান শুটিং করার সময় সেটেই তিনি ধর্ষণের শিকার হন।

 

২০২১ সালের ১০ সেপ্টেম্বর লন্ডনে এ ঘটনা ঘটে। তবে সে সময় ঘটনাটি প্রকাশ করা হয়নি।  

লন্ডন সিটি পুলিশ জানিয়েছে, অন্য একটি বাহিনীর মাধ্যমে তারা ঘটনাটি জানতে পেরেছিল। বর্তমানে মামলার তথ্যপ্রমাণ পর্যালোচনা করা হচ্ছে।

জানা গেছে, “ওই নারী কর্মী যে ঘরে ছিলেন, অভিযুক্ত ব্যক্তি সেই ঘরের দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েন ও তাকে ধর্ষণ করেন। ” সূত্র: দ্য সান, ডেইলি মেইল

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।