ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে মিসাইল ছোড়ার জন্য দায়ী ইউক্রেন, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
পোল্যান্ডে মিসাইল ছোড়ার জন্য দায়ী ইউক্রেন, দাবি রাশিয়ার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ

পোল্যান্ডে মঙ্গলবার যে মিসাইলটির কারণে বিস্ফোরণ ঘটেছে, সেটি ইউক্রেনের এয়ার ডিফেন্সের। এমনটি বলছে রাশিয়া।

বুধবার মস্কো বলেছে, যে বিস্ফোরণে দুইজন মারা গেছে, তাতে তাদের কিছুই করার ছিল না।

ক্রেমলিন বলেছে, যুক্তরাষ্ট্র এ ঘটনায় সংযম দেখিয়েছে। সংযম দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১৫ নভেম্বর পোল্যান্ডের ওই গ্রামে বিস্ফোরণের পর প্রকাশিত ধ্বংসাবশেষের ছবিতে রুশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের এয়ার ফোর্সের এস-৩০০ এয়ার ডিফেন্স সিস্টেমের অ্যান্টি-এয়ারক্র্যাফট মিসাইলের অংশ চিহ্নিত করতে পেরেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কী ঘটেছে, সেই ঘটনার বিষয়ে কোনো ধারণা ছাড়াই কয়েকটি দেশ রাশিয়াকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। আমরা আরও একটি রুশোফোবিক উন্মাদ প্রতিক্রিয়ার স্বাক্ষী হলাম, যারা কোনো সত্যিকারের উপাত্তই নেই।

পেসকভ বলেন, পোল্যান্ডের ঘটনায় বাইডেন সংযম দেখিয়েছেন। প্রথম কথায় বাইডেন বলেছেন, প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে রাশিয়া থেকে মিসাইলটি ছোড়ার সম্ভাবনা কম।  

সূত্র : রয়টার্স

বাংলাদেশ সময়: ২০২০, নভেম্বর ১৬, ২০২২

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।