ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশে গেল ভারতের প্রথম বেসরকারি রকেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
মহাকাশে গেল ভারতের প্রথম বেসরকারি রকেট

ভারতে প্রথমবারের মতো বেসরকারিভাবে মহাকাশে রকেট পাঠাল স্কাইরুট অ্যারোস্পেস। রকেটটির নাম বিক্রম-এস।

শুক্রবার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগাইনাজেশনের (আইএসআরও) সহায়তায় এটি উৎক্ষেপণ করা হয়।

এখন পর্যন্ত রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে ভারতে সরকার পরিচালিত আইএসআরও-রই আধিপত্য রয়েছে। তবে স্কাইরুট অ্যারোস্পেস বেসরকারি খাতের কোম্পানিগুলোর জন্য এই পথ উন্মুক্ত করল।  

স্কাইরুট অ্যারোস্পেস বলছে, এই রকেট উৎক্ষেপণ বিক্রম সিরিজের অধিকাংশ প্রযুক্তির যাচাই ও পরীক্ষায় সহায়তা করবে।

রকেটটির ওজন ৫৪৬ কিলোগ্রাম (১২০৩ পাউন্ড)। এটি শ্রী হরিকোটা স্পেসপোর্ট থেকে ওড়ানো হয় এবং রকেটটি ৮৯ দশমিক ৫ কিলোমিটার (৫৫ দশমিক ৬ মাইল) উচ্চতায় ওড়ে।

স্কাইরুট অ্যারোস্পেসের কো-ফাউন্ডার পবন কুমার চন্দনা বলেন, এই মিশনটি শুধুমাত্র প্রথম বেসরকারি রকেট উৎক্ষেপণই নয় বরং এটি নতুন ভারতের সম্ভাবনা।

২০১৮ সালে স্কাইরুট যাত্রা শুরু করে। সাবেক আইএসআরও প্রকৌশলীরা এটি প্রতিষ্ঠা করেন। এটি ৬৮ বিলিয়ন মার্কিন ডলারের ফান্ড পায়। গত বছর স্কাইরুট আইএসআরওর সঙ্গে একটি চুক্তিতে আসে।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ২০৩৫, নভেম্বর ১৮, ২০২২
আরএইচ    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।