ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প ডোনাল্ড ট্র্যাম্পের টুইটার অ্যাকাউন্ট

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৯ নভেম্বর) থেকে সাবেক এ প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টটি সচল দেখা যাচ্ছে।

এর আগে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরে আসবে বলে জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। ট্রাম্পকে টুইটারে ফেরানো উচিত কিনা, তা নিয়ে জরিপ করেছিলেন তিনি (মাস্ক)। জরিপের ফলাফল অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান টুইটারের নতুন মালিক।

জানা গেছে, ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে কিনা জরিপে ১৫ মিলিয়নেরও বেশি মানুষ ভোট দেন। সেখানে ৫১ দশমিক ৮ ভোট পড়ে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার পক্ষে।

এক টুইট বার্তায় মাস্ক লিখেছেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন। ’

ল্যাটিনে একটি বাক্যও লিখেছেন মাস্ক। যার অর্থ, ‘মানুষের স্বরই ঈশ্বরের স্বর (ভক্স পপুলি ভক্স দেই)। ’

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে হামলার পর থেকে ট্রাম্পের অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৪৪, নভেম্বর ২০, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।