ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাতারে প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্য পাঠাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
কাতারে প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্য পাঠাচ্ছে ইরান

বিশ্বকাপ উপলক্ষে কাতারে প্রতিদিন ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করছে ইরান। দেশটির বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিও এ তথ্য জানিয়েছে।

সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, এরই মধ্যে কয়েকটি কার্গো বিমানে করে কাতারে পণ্য পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে টিপিও অংশ নিয়েছিল এবং সেই সময় দোহার সঙ্গে তেহরানের এ চুক্তি সইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়।  

আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার।

কাতার ইরানের দক্ষিণ দিকে অবস্থিত এবং মাঝখানে পারস্য উপসাগর পাড়ি দিয়েও সাগরপথে সহজে কাতারে পৌঁছানো যায়। আলী রেজা পেইমান জানান, কাতারে রপ্তানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুবই সামান্য শুল্ক আরোপ করে থাকে।

ফিফা বিশ্বকাপ রোববার (২০ নভেম্বর) শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মোকাবিলা করে স্বাগতিক কাতার। ম্যাচে ২-০ গোলে হেরে যায় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২১. ২০২২
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।