ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফরাসি প্রেসিডেন্টকে চড় মারার ভিডিওটি পুরোনো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
ফরাসি প্রেসিডেন্টকে চড় মারার ভিডিওটি পুরোনো ভিডিও থেকে নেওয়া

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মেরেছেন এক নারী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি সংবাদ প্রকাশ করা হয়েছে।

ওই ঘটনার ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

কিন্তু জানা গেছে, ভিডিওটি অনেক পুরোনো। আগের একটি ঘটনার ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।  

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাংবাদিক লুক রুডকোস্কি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ২১ নভেম্বর। ক্যাপশনে তিনি লেখেন, Emmanuel Macron got slapped up again. (ইমানুয়েল ম্যাক্রোঁ আবারও চড় খেয়েছেন)।  

ভারতের হিন্দুস্তান টাইমসের অনলাইনও এ সংবাদ প্রকাশ করে। পরে অবশ্য তারা সংবাদটি সরিয়ে ফেলেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত ম্যাক্রোঁ কোথাও যাচ্ছিলেন। ওই সময় টি-শার্ট পরা এক নারী তাকে চড় মারেন। ঘটনার সময় গণমাধ্যমের কয়েকজন কর্মী সেখানে উপস্থিত ছিলেন। চড় মারার ঘটনার পরপরই ম্যাক্রোঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ওই নারীকে মাটিতে চেপে ধরেন।

জানা গেছে, ঘটনাটি সাম্প্রতিক নয়। পুরোনো।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।