ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৫০ বন্দী বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৫০ বন্দী বিনিময় মুক্তিপ্রাপ্ত ইউক্রেনের কয়েকজন সেনা

রাশিয়া-ইউক্রেন ৫০ জন যুদ্ধ বন্দী সেনা বিনিময় করেছে।

এ তথ্য নিশ্চিত করেছে কিয়েভ এবং মস্কোর কর্মকর্তারা।

খবর: রয়টার্স

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার ৫০ জন সেনাকে মুক্তি দিয়েছে।

অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেন, ইউক্রেন ৪৮ জন সেনা এবং দু’জন কর্মকর্তাকে ফেরত পেয়েছে।

এ সেনাদের মধ্যে নৌবাহিনী, পদাতিক, সীমান্তরক্ষী বাহিনী এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে।

ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের প্রধান ও মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুশিলিন জানিয়েছেন, এর আগেও তারা ৫০ জন করে বন্দী সেনা বিনিময় করেছেন।

প্রসঙ্গত, কিয়েভ এবং মস্কো এখন পর্যন্ত সহস্রাধিক বন্দী বিনিময় করেছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।