ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কিছু স্থগিত অ্যাকাউন্টকে ‘সাধারণ ক্ষমা’ করবে টুইটার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
কিছু স্থগিত অ্যাকাউন্টকে ‘সাধারণ ক্ষমা’ করবে টুইটার 

ইলন মাস্ক বলেছেন, বেশ কিছু স্থগিত (সাসপেন্ডেড) অ্যাকাউন্টকে ‘সাধারণ ক্ষমা’ করবে টুইটার। আগামী সপ্তাহ থেকে এটি শুরু হবে।

 

বুধবার ব্যবহারকারীদের উদ্দেশে টুইটারে ছোড়া এক পোলের (ভোট) পর মাস্ক এই ঘোষণা দিলেন।  

‘সাধারণ ক্ষমা’ ঘোষণা দিয়ে টুইটারে ফিরতে দেওয়া হবে কি না, পোলে সেই সংক্রান্ত বিষয় জানতে চাওয়া হয়।  

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের মতো বেশ কয়েকটি অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন মাস্ক।  

বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি গেল মাসে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন।  

টুইটারে ছুড়ে দেওয়া ওই ভোটে ৩ দশমিক ১ মিলিয়ন ব্যবহারকারী অংশ নেন। এর মধ্যে ৭২ দশমিক ৪ শতাংশই হ্যা ভোট দেন।  

টুইটারে মাস্কের ১১৮ দশমিক ৭ মিলিয়ন অনুসারী রয়েছেন। এক টুইটে মাস্ক জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে ক্ষমা শুরু হবে।

টুইটে তিনি একটি ল্যাটিন শব্দগুচ্ছ ব্যবহার করেছেন, যা অনুবাদ করলে দাঁড়ায়, লোকজনের কথাই সৃষ্টিকর্তার কথা।  

তবে মাস্ক এটি এখনো পরিষ্কার করে বলেননি যে, কীভাবে ক্ষমার প্রক্রিয়া শুরু হবে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
আরএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।