ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষণ: কানাডিয়ান পপ তারকার ১৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
ধর্ষণ: কানাডিয়ান পপ তারকার ১৩ বছরের জেল

ধর্ষণসহ বেশকিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় চীনা বংশোদ্ভূত কানাডিয়ান এক পপ তারকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বেইজিংয়ের একটি আদালত।

শুক্রবার (২৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২০ সালের নভেম্বর থেকে ডিসেম্বরে পপ তারকা উ ইফান তিনজনকে ধর্ষণ করেন বলে জানিয়েছেন বেইজিংয়ের চেয়াং জেলার আদালত। এ ছাড়া ২০১৮ সালে জুলাই মাসে যৌন কর্মকাণ্ডে অন্যদের একত্রিত করেছিলেন উ। এ অপরাধেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কারাদণ্ডের পাশাপাশি ট্যাক্স ফাঁকির অভিযোগে উ ইফানকে ৮৩ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

উ ইফান যাদের ধর্ষণ করেছিলেন ঘটনার সময় তারা সবাই মদ্যপ ছিলেন। যে কারণে তারা উ’কে নিবৃত করতে পারেননি।

সামগ্রিক অপরাধের কারণে উ’কে মোট ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই শাস্তি ভোগ করার পর তাকে প্রত্যাবাসন করা হবে। অপরাধের প্রকৃতি, অবস্থা ও ক্ষতিকর বিষয়গুলো বিবেচনার পর তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।