ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

রিয়েলিটি শো ‘কুরআনের নূর’: ফরিদপুর অডিশন শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
রিয়েলিটি শো ‘কুরআনের নূর’: ফরিদপুর অডিশন শনিবার

ফরিদপুর: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে জাতীয় রিয়েলিটি শো হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ ‘কুরআনের নূর’র ফরিদপুর বিভাগের অডিশন শনিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

এ দিন (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ফরিদপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে এ অডিশন অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা গ্রুপের আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফরিদপুর পর্বে কয়েক শতাধিক কুরআনের পাখি অংশ নেবে।

এখান থেকে বিজয়ীরা অংশ নেবে  জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়।

প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার ৭ লাখ, তৃতীয় পুরস্কার ৫ লাখ এবং চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে।

আসন্ন রমজানে প্রতিদিন নিউজ টোয়েন্টিফোর টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে এই রিয়েলিটি শো।  

এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ক্যাপিটাল এফএম।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।