ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

রিফান্ডের টাকা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
রিফান্ডের টাকা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

ঢাকা: হাজীদের রিফান্ডের টাকা দেওয়ার নামে প্রতারণা সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।  

সতর্কতার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড, নগদ বা বিকাশের গোপন নম্বর কাউকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।

এতে বলা হয়, হাজীদের রিফান্ডের টাকা দেওয়ার নামে প্রতারণার অনেক তথ্য পাওয়া যাচ্ছে। আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড, নগদ বা বিকাশের গোপন নম্বর কাউকে দেবেন না ৷

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।