ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভ্যালেন্টাইন ডে’র কবিতা

রাহুল রাহা  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভ্যালেন্টাইন ডে’র কবিতা

কাল আবার ভালোবাসবো তোমায় 
কাল আবার ভালোবাসবো
ভ্যালেন্টাইন ডে নাইবা থাকুক
ও মুখ দেখে হাসবো। ।

এটা ওটা নিয়ে ঝগড়াটা হবে
পাড়া-পড়শী কত কথা ক'বে 
কাজের প্যাচাল, হাজার ক্যাচাল
তবুও তোমায় ভাববো। ।

ঈর্ষারা এসে বিষাবে এ মন
হয়তো পাবো হিংসার শমন
লোভ-রাগ জুটির জুটবে দশন
প্রেমকে তবু ডাকবো। ।

কন্যা-জায়া-জননী রুপে
পুত্র-পতি-পিতার স্বরুপে
মানুষকে চির সঙ্গী করে
মানুষের জয় গাইবো। ।

কাল আবার ভালোবাসবো তোমায়
কাল আবার ভালোবাসবো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।