টইটই
নাম তার টইটই
সারাদিন হইচই
মুখে তার ফোটে খই
খায় সে চিড়া-দই
রং দিয়ে আঁকে কই
পড়ে সে ছড়ার বই
সন্ধ্যা হলে ‘বাবা কই?’
রাতে বলে জেগে রই
আমি একটু ভূত হই
মা বলে, তাই সই। ।
হুতোম প্যাঁচা

বসতো এসে গাছে
টইটই তখন গল্প শুনতে
বসে নানির কাছে।
নানি যখন গল্প বলে
টইটই তখন হাসে
হুতোম প্যাঁচা তাই দেখে
কান ঘুরিয়ে নাচে। ।
মাসিপিসি
ঘুমপাড়ানি মাসিপিসি
আসে যখন রাতে
টইটই তখন ঘুম তাড়িয়ে
গল্প করতে বসে।
গল্প কোরে ক্লান্ত হয়ে
মাসিপিসি কাঁদে
খুশি হয়ে টই তখন
খিলখিলিয়ে হাসে। ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২